"বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু কে হত্যা বলে মানি না"- বললেন মমতা বন্দ্যোপাধ্যায়.

"বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু কে হত্যা বলে মানি না"- বললেন মমতা বন্দ্যোপাধ্যায়. 
আজ সাংবাদিক বৈঠকে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর কথা মমতা বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসা করতেই তিনি বলেন এটি কোনো রকম পলিটিকাল হত্যা না. পুলিশ ইনভেস্টিকেশন করছে. 

 তিনি বলেন রাজ্যপাল এই ব্যাপারটি নিয়ে একটি পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলছে. 

 কিন্তু বাড়ি থেকে দু কিলোমিটার দূরে গিয়ে সুইসাইড. বৃষ্টির দিনে সুইসাইড অথচ তার জামা-কাপড় পায় কোন রকম কোন কাদা নেই. এছাড়াও সুইসাইড করার জন্য কোনো রকম টেবিল-চেয়ার কোনকিছুই সেখানে নেই. সত্যিই কি এটা সুইসাইড নাকি কোন পলিটিকাল মার্ডার. 
 প্রশ্ন তুলছে বিরোধীরা. 

স্বরাষ্ট্রসচিব এত তাড়াতাড়ি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন যে এটি কোনো রকমের হত্যা নয়. 
 এটা কি সত্যি হত্যা নয় নাকি সত্য কে চেপে রাখার একটি প্রচেষ্টা প্রশ্ন তুলছে বিরোধীরা. 

Comments

Popular posts from this blog

Redmi 8A Dual (Midnight Grey, 2GB RAM, 32GB Storage) – Dual Cameras & 5,000 mAH Battery

লকডাউন এ সাধারণ মানুষের পেটে লাথি

আইডিএফ নাব্লাসের কাছে সন্ত্রাসী হামলার প্রচেষ্টা রোধ করে.