মানুষ কতটা হিংসাত্মক হয়ে উঠেছে
প্রযুক্তিগত দিক থেকে হয়তো আমরা অনেক এগিয়ে রয়েছি. মানুষ একের পর এক ধাপ এগিয়ে বিশ্বের সব অজানা রহস্য গুলো মানুষের কাছে তুলে নিয়ে আসছে. পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে তকমা পেয়েছে মানুষ.
কিন্তু সত্যিই কি মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব?
দিনের পর দিন দেখতে পাচ্ছি চোখের সামনে মানুষ কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাস করছে.
অনবরত নিজেদের মধ্যে লড়াই. মানুষ ভোগ করার বিলাসিতায় মেতে উঠেছে.
আজকের দিনের সত্যিই ভয় হয় যে সমাজে আমরা বাস করছি সেই সমাজে আমার মা বোন বাড়ির বাইরে গেলে ঠিকমত বাড়ি আসতে পারবে তো? তাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না তো?
রাস্তায় বোনের সাথে চলতে গেলে যে ছেলেটার চোখে আমার বোনের দিকে তাকায় কালকে যদি আমি না থাকি সেই ছেলেটা বা মানুষটা আমার বোনের কোন ক্ষতি করবে নাতো?
এক আজব সমাজে বাস করছি আমরা. একদিকে আমরা বলছি মেয়েদেরকে রক্ষা করো আর একদিকে আমরা সেই মেয়েদেরকে ভোগ করার বিলাসিতায় মত্ত.
আমরা ভাবছি আমাদের বাড়ির মা-বোনের কোন ক্ষতি হচ্ছে না তো পাশের বাড়ি যা হোক হোক আমার তাতে কি? কিন্তু এই ঘুন যখন সমাজের মধ্যে ছড়িয়ে গেছে সেটা একদিন না একদিন আমার বাড়িতে এসে লাগবে. আমাদেরকে সেই জিনিসটা বুঝতে হবে প্রতিবাদ গড়ে তুলতে হবে এইসব দুষ্কৃতীদের বিরুদ্ধে. সমাজ যে আমার মা-বোনেরা ঠিকঠাক চলতে পারে তার জন্য আমাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে.
Comments
Post a Comment