লকডাউন এ সাধারণ মানুষের পেটে লাথি
লকডাউন এ সাধারন ব্যবসায়ীদের পেটে লাথি!
আমরা সবাই জানি বর্তমান পরিস্থিতিতে পুরো বিশ্ব covid19 নামক মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে. এই ভয়াবহ মহামারী রুখতে পুরো দেশজুড়ে চলছে লকডাউন. সেই লকডাউন থেকে বাদ যায়নি আমাদের পশ্চিমবঙ্গ.
বারংবার তিনি পশ্চিমবঙ্গের লকডাউন জারি করেছেন বিভিন্ন নিয়মবিধি দাবি করে.
কিন্তু সবাই এই নিয়ম বিধি সবাই মানছে কি?
প্রশাসন কি সক্ষম হচ্ছে এই নিয়মগুলো কার্যকরী করতে?
লকডাউন এর মধ্যে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে মদ কেনাবেচা. কোনো রকম কোনো সোশ্যাল ডিস্ট্যান্স না মেনেই চলছে অবাধে ওয়াইন শপের মদ কেনাবেচা. কোভিদ সিচুয়েশান বন্ধ করতে মদের দোকান কি বন্ধ করা উচিত নয় কি ভাবছে প্রশাসন?
নাকি ওয়াইন সবথেকে প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট হয় বলে প্রশাসন চুপ করে আছে?
লকডাউন এর নিয়ম অনুযায়ী জনপরিবহন গুলি চলবে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে. সেখানেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বাস গুলি চলছে অসংখ্য যাত্রী নিয়ে. প্রশাসন এখানে চুপ কারণ বাস সিন্ডিকেট থেকে একটা মোটা অংকের রেভিনিউ আছে প্রশাসনের.
Comments
Post a Comment